Advertisements
নতুন সামাজিক ইতিহাসচর্চার উদ্ভব হয় কীভাবে?
উত্তর: 1929 খ্রিস্টাব্দে মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর ফ্রান্সে Annals of Economic and Social History নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তাঁদেরই হাত ধরে গড়ে ওঠে 'অ্যানাল স্কুল' ও অ্যানালস পত্রিকা গোষ্ঠী পত্রিকা। এই পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে 1960-এর দশকে ইউরোপে শুরু হয় নতুন সামাজিক ইতিহাসচর্চা।
0 Comments