Advertisements
উত্তর ভারতের নদ-নদীগুলো নৌপরিবহনের ও সেচের উপযুক্ত কেন ?
উত্তর : উত্তর ভারতের নদ-নদীগুলির বেশির ভাগ অংশ সমতলভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীখাত চওড়া ও গভীর অথচ উঁচু নিচু নয়। ফলে নদীগুলি মৃদুস্রোতা। একারণে উত্তর ভারতের নদ নদীগুলো নৌপরিবহন ও সেচের জন্য উপযুক্ত।
0 Comments