Advertisements
দক্ষিণ ভারতের নদীগুলিতে বন্যার প্রকোপ কম কেন ?
উত্তর : দক্ষিণ ভারতের নদীগুলি কেবলমাত্র বৃষ্টির জল বা ঝর্ণার জলে পুষ্ট। নদীগুলি হিমবাহ পুষ্ট না হওয়ায় সারা বৎসর পর্যাপ্ত পরিমাণে জল থাকে না। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু পূর্ব ঢালে সেরূপ বৃষ্টি না হওয়ায় দক্ষিণ ভারতের অধিকাংশ নদীতে বর্ষার সময় জলের যোগান সেরূপ হয় না। স্বভাবতই নদীগুলিতে অতিরিক্ত জলের ফলে প্লাবন হয় না। নদীপথের ঢালও বেশী হওয়ায় সহজেই জল প্রবাহিত হয়ে যেতে পারে।
0 Comments