Advertisements
কার্বন ডাই-অক্সাইডের গাঢ়ত্ব কিভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে? →
Ans:
বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের গাঢ়ত্ব পত্ররদ্ধ সঞ্চালনে প্রভাব বিস্তার করে। CO2 এর উপস্থিতি রক্ষীকোষের pH এর পরিবর্তন ঘটিয়ে পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধকে প্রভাবিত করে। দিনের বেলায় সালোকসংশ্লেষের ফলে রক্ষীকোষে কার্বন ডাই-অক্সাইড বিজারিত হয় এবং উহার পরিমাণ হ্রাস পায়, ফলে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। অপরপক্ষে, অন্ধকারে সালোকসংশ্লেষ বন্ধ থাকায় রক্ষীকোষে CO, এর পরিমাণ বৃদ্ধি পায়, ফলে পত্ররন্ধ্র বন্ধ (ট হয়।

0 Comments