Advertisements
পত্ররন্ধ্র উন্মোচনে পটাশিয়াম আয়নের ভূমিকা কি?
Ans:
→ রক্ষীকোষে পটাশিয়াম আয়নের উপস্থিতি ও অনুপস্থিতির ফলে পত্ররন্ধ্রের উন্মোচন ও বন্ধ হয়। কোষে ম্যালিক অ্যাসিড সঞ্চয়ের ফলে পটাশিয়াম আয়নের তড়িৎ ভারসাম্য বজায় থাকে। উক্ত জৈব অ্যাসিডের H+ আয়নের সঙ্গে K+ আয়নের বিনিময় ঘটে।
আলোকের উপস্থিতিতে রক্ষীকোষে ম্যালিক অ্যাসিড সঞ্চয়ের ফলে পটাশিয়াম আয়নের শোষণ ত্বরান্বিত হয়। আলোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট থেকে রক্ষীকোষে Kh ক্যাটায়ন ও ম্যালিক অ্যাসিড অ্যানায়নের আধিক্যের ফলে রক্ষীকোষে পার্শ্ববর্তী কোষ থেকে জল প্রবেশ করে। জল প্রবেশের ফলে রক্ষীকোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্র উন্মুক্ত হয়।

0 Comments