Advertisements
পত্ররন্ধ্রের উম্মোচন ও বন্ধে pH এর ভূমিকা কি?
Ans:
বিজ্ঞানী লেভিটের মতে দিনের বেলায় সালোকসংশ্লেষের ফলে রক্ষীকোষে অল্প পরিমাণ CO, সঞ্চিত থাকায় pH বৃদ্ধি পায় (pH 7) ফলে শ্বেতসার গ্লুকোজে পরিণত হয় এবং অভিস্রবণ চাপ বৃদ্ধি পেয়ে কোষের রসস্ফীতি ঘটে ফলে পত্রবন্ধ উন্মুক্ত হয়। অপরপক্ষে, অন্ধকারে সালোকসংশ্লেষ বন্ধ থাকায় কোষে CO, এর পরিমাণ বেড়ে যায়, ফলে pH হ্রাস পায় (pH 5)। এই অবস্থায় গ্লুকোজ শ্বেতসারে পরিণত হয় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়।

0 Comments