Advertisements
‘সংক্রান্তি’ বলতে কী বোঝো?
উত্তর: ‘সংক্রান্তি’ অর্থাৎ ‘শেষ দিন’। সূর্যের আপাত গতির ক্ষেত্রে দুটি সংক্রান্তি ঘটে। প্রথমত, উত্তরায়ণের শেষ দিন অর্থাৎ কর্কটসংক্রান্তি এবং দ্বিতীয়ত, দক্ষিণায়নের শেষ দিন বা মকরসংক্রান্তি । সংক্রান্তির দিনগুলি সমগ্র পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়।

0 Comments