Advertisements
মেরুপ্রভা আসলে কী?
উত্তর: 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত কুমেরুতে ও 23 সেপ্টেম্বর থেকে 21 মার্চ পর্যন্ত সুমেরুতে প্রায় ছ-মাস ধরে একটানা রাত্রিকাল বিরাজ করে। এই সময় আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতি বা অরোরা দেখা যায়। বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলে এরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়, যাকে উত্তরমেরুতে সুমেরুপ্রভা ও দক্ষিণমেরুতে কুমেরুপ্রভা বলে ।

0 Comments