Advertisements
‘নিশীথ সূর্যের দেশ’ কাকে বলা হয় ?
উত্তর: কানাডা, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আলাস্কা, আইসল্যান্ড প্রভৃতি দেশের অনেক স্থান থেকে স্থানীয় সময়ানুযায়ী গভীর রাতেও কিছু সময়ের জন্যে দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর থেকে মে-জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাত্রিবেলাতেও স্পষ্টভাবে দেখা যায় বলে একে 'নিশীথ সূর্যের দেশ’ বলা হয়।

0 Comments