Advertisements
পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার সময় গতিবেগের হ্রাসবৃদ্ধি ঘটে কেন ?
উত্তর: পৃথিবীর উপবৃত্তাকার বা ডিম্বাকার কক্ষপথের নাভিতে সূর্য অবস্থান করে। পৃথিবী তার এই উপবৃত্তাকার কক্ষপথ ধরেই সূর্যকে প্রদক্ষিণ করে। ফলে কক্ষপথের আকৃতি এরূপ হওয়ায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনও বাড়ে, আবার কখনও কমে যায়। দূরত্ব পরিক্রমণ বেগ হ্রাস পায়, আবার দূরত্ব কমলে পরিক্রমণ বেগ বৃদ্ধি পায় ।

0 Comments