Advertisements
পৃথিবী কেন সূর্যকে পরিক্রমণ করে চলেছে ?
উত্তর : সূর্য পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়ো। মহাকর্ষ সূত্রানুযায়ী যে বস্তুর ভর যত বেশি হবে তার আকর্ষণ ক্ষমতাও তত বেশি হবে। স্বভাবতই পৃথিবী সূর্যের তুলনায় 13 লক্ষ গুণ ছোটো হওয়ায় ও সূর্যের মহাকর্ষ শক্তি বেশি হওয়ায়, পৃথিবী তার চারপাশে পরিক্রমণ করে চলেছে।

0 Comments