Advertisements
মুক্তিবেগ কী ?
উত্তর: পৃথিবীপৃষ্ঠস্থ সকল বস্তুকেই পৃথিবী মাধ্যাকর্ষণ বলের দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কোনো বস্তুর গতিবেগ যদি প্রতি সেকেন্ডে 11.2 কিমির বেশি হয়, তা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে উৎক্ষিপ্ত হয়। এই গতিবেগকে মুক্তিবেগ [Escape velocity] বলে। মুক্তিবেগের কারনেই বস্তুটি নীচের দিকে না-পড়ে, মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। এই মুক্তিবেগের দ্বারা রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।

0 Comments