Advertisements
মকরসংক্রান্তি কী ?
উত্তর: 22 ডিসেম্বর মকরক্রান্তি রেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় দক্ষিণ গোলার্ধে দিন সর্বাধিক 14 ঘণ্টা (প্রায়) ও রাত 10 ঘণ্টা (প্রায়) হয়। উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়। 22 ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় মকরক্রান্তি রেখায় পৌঁছোয় বলে একে মকরসংক্রান্তি বলে।

0 Comments