Advertisements
অয়নান্ত দিবস কী ?
উত্তর : 21 জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছোয়, এরপর থেকে উত্তর গোলার্ধে দিন ক্রমশ ছোটো ও দক্ষিণ গোলার্ধে দিন ক্রমশ বড়ো হতে শুরু করে। এই দিনটিকে উত্তর অয়নান্ত দিবস বলে। একইভাবে 22 ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছোনোয় দক্ষিণ গোলার্ধে দিন ক্রমশ ছোটো ও উত্তর গোলার্ধে রাত ক্রমশ ছোটো হতে থাকে। এই দিনটিকে দক্ষিণ অয়নান্ত দিবস বলে।

0 Comments