Advertisements
সেতু মৌল (Bridge element) কাদের বলা হয় ?
Ans:
এদের এরূপ নামকরণের কারণ কী ? → 18 নং শ্রেণির নিষ্ক্রিয় মৌলসমূহ (He, Ne, Ar, Kr, Xe ও Rn)-কে সেতু মৌল বলা হয়। • এই মৌলগুলি 17 নং শ্রেণির তীব্র তড়িৎ-ঋণাত্মক হ্যালোজেন মৌল ও পরবর্তী পর্যায়ের 1নং শ্রেণির তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু মৌলগুলির মাঝে সেতু হিসেবে কাজ করে। তাই এদের সেতু মৌল বলা হয়।

0 Comments