Advertisements
আদর্শ মৌল বলতে কী বোঝো?
Ans:
দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলি প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাছাড়া, দ্বিতীয় পর্যায়ের যে-কোনো মৌলকে প্রথম মৌল ধরে অগ্রসর হলে এই মৌলটির সঙ্গে তৃতীয় পর্যায়ের নবম মৌলটির ধর্মের সাদৃশ্য পাওয়া যায় অর্থাৎ নিয়মিত ব্যবধানে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তাই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলিকে আদর্শ মৌল বা স্বাভাবিক মৌল বা বিশিষ্ট মৌল (typical or representative elements) বলা হয়।

0 Comments