Advertisements
মুদ্রা ধাতুগুলির নাম লেখো। এই ধাতুগুলিকে পর্যায় সারণিতে কোন্ শ্রেণিতে রাখা হয়েছে ?
Ans:
→ কপার (Cu), সিলভার এবং গোল্ড (Au) –এই তিনটি ধাতুকে একত্রে মুদ্রা ধাতু বলে। এদের দ্বারা মুদ্রা তৈরি হতো বলে এরূপ নামকরণ [আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে মুদ্রা ধাতুগুলি 11নং শ্রেণিতে থাকে]

0 Comments