Advertisements
ঊর্ধ্ব মহাশিরার ছিদ্র এবং ফুসফুসীয় শিরার ছিদ্রপথ কপাটিকাবিহীন কেন?
Ans:
→ অলিদ সংকোচনকালে দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা খুলে যায় এবং রক্ত অভিকর্ষর্বলের প্রভাবে উপর থেকে নীচের দিকে নেমে আসে, উপরের দিকে উঠে না, এছাড়া অলিন্দ সংকোচনের সময় ঊর্ধ্ব মহাশিরা ও ফুসফুসীয় শিরা অলিন্দ পেশীর চাপে ভাঁজ হয় এবং ছিদ্রপথ বন্ধ হয়ে যায়, ফলে রক্ত ঐ পথে দিয়ে যেতে পারে না। এই কারণে ঊর্ধ্ব মহাশিরা ও ফুসফুসীয় শিরায় ছিল পথে কপাটিকা থাকে না।
0 Comments