Advertisements
অলিন্দ-নিলয় কপাটিকাগুলি কর্ডিটেনগুলি যুক্ত থাকে, কিন্তু অর্ধচন্দ্রকার কপাটিকায় তা থাকে না কেন?
Ans:
→ নিলয় সংকোচনের সময় নিলয়ের রক্ত চাপ বেশ বেড়ে যায় সেই চাপে বিপত্র ও ত্রিপত্র কপাটিকাগুলি যাতে বিপরীত দিকে খুলে না যায় তাই উক্ত কপাটিকাগুলির সঙ্গে কর্ডিটেনডনি যুক্ত থাকে। অপরপক্ষে, নিলয় যখন প্রসারিত হয় তখন ফুসফুসীয় ধননী ও মহাধমনীর রক্তের চাপে অর্ধচন্দ্রাকার রূপাটিকাগুলি বন্ধ হয়। এই চাপের মান এত বেশী নয় যা নিলয়ের দিকে খুলে যাবে। তাই অর্ধচন্দ্রাকার কপাটিকার সঙ্গে কর্ডিটেনডনি যুক্ত থাকে না।
0 Comments