Advertisements
অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন?
Ans:
অগ্ন্যাশয়ের প্যানক্রিয়েটিক অ্যাসিনি (অগ্ন্যাশয় রস ক্ষরণকারী কোষসমূহ) থেকে পাচক রস ক্ষরিত হয়ে অগ্ন্যাশয় নালী দিয়ে গ্রন্থির বাইরে নিঃসৃত হয় এবং উহার বিটা, আল্ফা ও ডেল্টা নামক অন্তঃক্ষরা কোষগুলি থেকে ইনসুলিন, গ্লুকাগন ও সোমাটোস্টেটিন হরমোন ক্ষরিত হয়ে সরাসরি রক্তে মেশে। অগ্ন্যাশয় অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয়প্রকার কোষ দ্বারা গঠিত হওয়ায় একে মিশ্রগ্রন্থি বলে।
0 Comments