Advertisements
হরমোন ও নিউরোহরমোনের পার্থক্য কি?
Ans:
অন্তঃক্ষরা গ্রন্থি কোষ যেসব রাসায়নিক পদার্থ রক্তপ্রবাহে নিঃসৃত হয়ে কলাকোষে পৌঁছায় এবং তাদের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে তাদের হরমোন বলে। অপরপক্ষে, স্নায়ুকোষ থেকে যে সব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় তাদের নিউরোহরমোন বলে। থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন ইত্যাদি হরমোনের উদাহরণ; অপরপক্ষে, SIH. TRH. LRH ইত্যাদি হ’ল নিউরোহরমোন। অক্সিটোসিন ও ভেসোপ্রোটিন একাধারে হরমোন ও নিউরোহরমোন।
0 Comments