Advertisements
নিত্যবহ নদী কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা, তাই বাষ্প ঠান্ডার সংস্পর্শে এসে জমে জল হয় । পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়ে যায় | সূর্যের তাপে কিছুটা বরফ গলে জল হয়ে খাড়া পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। এইরকম অনেকগুলি ছোটো ছোটো জলধারা মিশে বড়ো নিত্যবহ নদী তৈরি হয়।

0 Comments