Advertisements
গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো।
উত্তর: উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। এরপর গঙ্গা উত্তরপ্রদেশ, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুরশিদাবাদ জেলায় প্রবেশ করেছে। মুরশিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় ভেঙেছে। একটি শাখা পদ্মা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অপর শাখাটি পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। এই শাখাটা হল ভাগীরথ হুগলি জেলায় এর নাম হুগলি নদী। শেষে ডায়মন্ডহারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে।

0 Comments