Advertisements
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বিবরণ দাও।
উত্তর: পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল মূলত পুরুলিয়ার সমগ্র অঞ্চল, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বর্ধমানের পশ্চিমাংশ নিয়ে গঠিত। এখানে ভূমি সবজায়গায় সমতল নয় |ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। এই অঞ্চলের মাটি বেশিরভাগই কাঁকর, পাথর মেশানো লালমাটি এবং অনুর্বর। এই অঞ্চল শাল, পিয়াল, মেহগনি, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু— এইসব গাছ বেশি দেখা যায়।

0 Comments