Advertisements
দীনবন্ধু মিত্র (১৮৩০-৭৩):
বাংলা নাটকেও স্বাদেশিকতার প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। নাটকের ক্ষেত্রে সর্বাগ্রে উল্লেখযোগ্য দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পণ' নাটক। নীলকর সাহেবদের শোষণ ও আমানুষিক অত্যাচারের করুণ চিত্র এই নাটকে বলিষ্ঠভাবে তুলে ধরা হয়েছিল। দীনবন্ধু মিত্র সরকারী কর্মচারী ছিলেন বলে তাঁর নামে গ্রন্থটি প্রকাশিত হয় নি। শীঘ্রই পাদ্রী লঙ্ সাহেবের নামে গ্রন্থটির ইংরেজি ভাষান্তর প্রকাশিত হয়। এরফলে শ্বেতাঙ্গ মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

0 Comments