দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন (১৮৭৮) সম্পর্কে সংক্ষেপে লেখ।
• উত্তর : ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে দেশীয় ভাষায় প্রচারিত সংবাদপত্রগুলি জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধ প্রচারের হাতিয়ারে পরিণত হয়। যুদ্ধক্ষেত্রে ব্যয়, সরকারী কর্মচারীদের অত্যাচার, সর্বোপরি দুর্ভিক্ষের সময় সরকারী অর্থের অপব্যয়কে সংবাদপত্রগুলি অত্যন্ত কঠোরভাবে সমালোচনা করেছিল। জনসাধারণ এই সমালোচনায় যথেষ্ট উত্তেজিত হয়ে উঠেছিল। এর ফলে ব্রিটিশ শাসকদের মনে রোষানল সৃষ্টি হল। এই সব পত্রিকার প্রকাশ বন্ধ করার জন্য সরকার সঙ্কল্প নিলেন। বড়লাট লর্ড লিটন দেশীয় সংবাদপত্রগুলির কণ্ঠরোধ করার উদ্দেশ্যে ‘দেশীয় ভাষায় প্রকাশিত পত্র-পত্রিকা আইন' (Vernacular Press Act) জারি করেন (১৮৭৮ খ্রীঃ)। এই আইনের ফলে কোন মামলা-মোকদ্দমা না করেই সরকার বিদ্রোহাত্মক বা সরকার-বিরোধী লেখার অপরাধে দেশীয় ভাষায় প্রকাশিত পত্র-পত্রিকার সম্পাদককে শাস্তি দেওয়ার ক্ষমতা লাভ করেন। উল্লিখিত আইনের ফলে 'সোমপ্রকাশ' ও ‘সহচর' প্রত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়। এই আইনের আওতা থেকে নিষ্কৃতি লাভের জন্য শিশিরকুমার ঘোষ সম্পাদিত 'অমৃত বাজার পত্রিকা'র ইংরেজী ভাষায় প্রকাশ শুরু হয়। এই আইনের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কলকাতায় ভারত সভা সক্রিয় আন্দোলন শুরু করে। পুণা সার্বজনিক সভা ও মাদ্রাজের মহাজন সভা এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়। অবশেষে লর্ড রিপণ ১৮৮১ খ্রীষ্টাব্দের ২৮শে জানুয়ারি আইনটি তুলে নেন।

0 Comments