দেশীয় সংবাদপত্রের মাধ্যমে স্বদেশপ্রেম।
: সংস্কার ও ধর্ম সংস্কার আন্দোলনের সূত্র ধরে দেশীয় ভাষায় সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটে। উনিশ শতকের প্রথমার্ধে সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, জ্ঞানান্বেষণ, মাসিক পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। ১৮৫৭ খ্রীষ্টাব্দের পর একদিকে যেমন দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের সংখ্যা বৃদ্ধি পায়, অন্যদিকে বিদেশী শাসনের বৈষম্যমূলক আচার আচরণের বিরুদ্ধে সংবাদপত্রগুলি সোচ্চার হয়। হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ, অমৃতবাজার পত্রিকা, সঞ্জীবনী, হিন্দু কেশরী (মহারাষ্ট্র) প্রভৃতি দেশীয় ভাষায় প্রচারিত সংবাদপত্রগুলি জনসাধারনের দুঃখদুর্দশা ও সরকারী শোষনের কথা তুলে ধরে জনমত গঠনে সচেষ্ট হয় এবং জাতীয়তাবাদী চিন্তাপ্রসারে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করে।। সংবাদপত্রগুলির কণ্ঠরোধ করার জন্য দেশীয় ভাষা সংবাদ পত্র নিয়ন্ত্রণ আইন বলবৎ হয় (১৮৭৮ খ্রীঃ)।

0 Comments