Advertisements
পার্থক্য দেখাও : (i) মিট্রাল কপাটিকা ও ট্রাইকাসপিড কপাটিকা, (ii) কলামনি করনি ও কর্ডিটেনডনি।
Ans:
→ (i) মিট্রাল কপাটিক স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের বাম অলিন্দ-নিলয় ছিদ্রে অবস্থিত দুই পাল্লাযুক্ত কপাটিকা। অপরপক্ষে, ট্রাইকাসপিড কপাটিকা তিন পান্নাযুক্ত এবং ডান অলিন্দ নিলয় সংযোগস্থলে অবস্থিত।
(ii) কলামনি করনি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের নিলয়ের অন্তঃপ্রাচীরে অবস্থিত আড়াআড়ি খাঁজ বিশেষ। অপরপক্ষে, কর্ডিটেনডান হ’ল হৃৎপিণ্ডের নিলয়ের অন্তাপ্রাচীর ও অলিন্দ-নিলয় কপাটিকায় সংযোগী পেশীতন্ত্র বিশেষ।

0 Comments