Advertisements
হৃৎপিণ্ডের সংযোগী কলা কাকে বলে?
Ans:
→ হৃৎপিণ্ডের কিছু রূপান্তরিত হৃদপেশী স্পন্দন প্রবাহ সৃষ্টি ক'রে হৃৎপিণ্ডের নানাস্থানে বিস্তৃত থাকে। হৃৎপিণ্ডের এরূপ স্পন্দন প্রবাহ সৃষ্টিকারী রূপান্তরিত হৃদপেশীসমূহকে সংযোগী কলা বা জাংশনাল টিস্যু (junctional tissue) বলে। হৃৎপিণ্ডের এরূপ সংযোগ কলাগুলি হ’ল SA নোড, AV নোড, আস্তরনোডীয় তত্তপথ, ব্যাকম্যানের বাণ্ডিল, হিজের বাণ্ডিল ও তার শাখা এবং পারকিন্জির তত্ত্ব।

0 Comments