Advertisements
ব্যায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন কি?
Ans:
মানুষ পরিবেশে এমন সব বুষিত বস্তু বর্জন করছে যা ভঙ্গুর নয়। এই সব পদার্থ খাদ্যবস্তু বা অন্যান্য বস্তুর মাধ্যমে জীবদেহে প্রবেশ করছে এবং অভঙ্গুর হওয়ায় জীবদেহে ক্রমাগত সঞ্চিত হচ্ছে। আবার সেই জীব ভক্ষণকারীর দেহে এই সঞ্চয়ের মাত্রা বাড়ে। এইভাবে যত উচ্চ ট্রফিক স্তরের দিকে এগোন যায় ঐ দূষণের মাত্রা ততই বৃদ্ধি পেতে থাকে। এই ঘটনাকে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলে।
যেমন— জলে দ্রবীভূত DDT ফাইটোপ্ল্যাকটন থেকে জুপ্যাকটনে গিয়ে মেদকলায় সঞ্চিত হয়। একটি মাছ যদি সারাজীবনে 100 টি জুপ্ল্যাকটন খায় তাহলে তার দেহে সঞ্চিত DDT-র পরিমাপ হবে 100 গুণ। কাজেই ঐ মাছ ভক্ষণকারী মানুষের দেহে DDT-র পরিমাপ কিরূপ হবে তা সহজেই অনুমেয়।

0 Comments