Advertisements
হৃৎপিণ্ডের পেসমেকার কোন্টি?
Ans:
হৃৎপিণ্ডের SA নোড (সাইন অরিকুলার নোড) থেকে স্পন্দন প্রবাহ (মিনিটে 70-80 বার) সৃষ্টি হয় বলে একে হৃৎপিণ্ডের পেসমেকার বা ছন্দনিয়ামক বলে। SA নোড থেকে হৃদস্পন্দন উৎপন্ন হয়ে তিনটি আস্তরনোডীয় বাণ্ডিলের মাধ্যমে AV নোডে পৌঁছায়। AV নোড এই স্পন্দন প্রবাহকে গ্রহণ ক'রে হিজের বাণ্ডিল ও পারকিন্জি তত্ত্বর মাধ্যমে নিলয়ের পেশীতে পৌঁছে দেয়।

0 Comments