Advertisements
একটি লোহিত কণিকাকে সমসারক, লঘুসারক ও অতিসারক দ্রবণে ডুবিয়ে রাখলে উহার কি পরিবর্তন সূচিত হবে?
Ans:
→ একটি লোহিত কণিকাকে সমসারক দ্রবণে রাখলে উহার আকৃতিগত কোন পরিবর্তন
সূচিত হয় না, কারণ লোহিত কণিকার ভিতরের ও বাইরের অভিস্রবণ চাপ সমান, লোহিতকণিকাটিকে অতিসারক দ্রবণে রাখলে বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় উহার জল বেরিয়ে গিয়ে লোহিত কণিকার প্লাজমোলিসিস ঘটবে। অপরপক্ষে, লোহিত কণিকাটিকে লঘুসারক দ্রবণে রাখলে উহার মধ্যে জল প্রবেশ ক'রে লোহিত কণিকাটি ফুলে-ফেঁপে উঠবে অর্থাৎ
উহার ডিপ্লাজমোলিসিস হবে।

0 Comments