Advertisements
স্থিতিবিভব ও ক্রিয়াবিভক্ত কাকে বলে?
Ans:
→ কোষঝিল্লির উভয় পাশে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের অসম বণ্টনের ফলে যে স্থির বিভব পার্থক্য গড়ে ওঠে, তাকে স্থিতিবিভব (resting potential) বলে। অপরপক্ষে, স্নায়ুতন্ত্র বা পেশীতে উদ্দীপনা প্রয়োগ করলে স্নায়ু বা পেশীতে স্থিতিবিভবের যে পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে এবং যার ফলে স্থিতিবিভব বিপরীত বিভবে রূপান্তরিত হয় তাকে ক্রিয়াবিভব (action potential) বলে।

0 Comments