Advertisements
বহিঃঅভিস্রবণ ও অন্তঃঅভিস্রবণ কাকে বলে?
Ans:
কোষীয় দ্রবণ অপেক্ষা উহার বাইরের পরিবেশের দ্রবণের গাঢ়ত্ব বেশী হ’লে যে প্রক্রিয়ায় কোষ থেকে জল বেরিয়ে পরিবেশের ঘনত্বে মেশে তাকে বহিঃঅভিস্রবণ বলে। অপরপক্ষে, কোষীয় দ্রবণ অপেক্ষা উহার পরিবেশের দ্রবণের গাঢ়ত্ব কম হ'লে যে প্রক্রিয়ায় পরিবেশের জল কোষের মধ্যে প্রবেশ করে তাকে অন্তঃঅভিস্রবণ বলে।

0 Comments