ভগৎ সিং স্মরণীয় কেন?
উত্তর : ভগৎ সিং ছিলেন পাঞ্জাব তথা ভারতের বিপ্লববাদের ইতিহাসে একজন শীর্ষস্থানীয় নেতা। লাহোরে ন্যাশনাল কলেজে পাঠরত অবস্থায় বৈপ্লবিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হন। প্রথমে তিনি হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য হন। এরপর তিনি ও চন্দ্রশেখর আজাদ “হিন্দুস্থান সোস্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন” গঠন করেন। ১৯২৮ খ্রীষ্টাব্দে ভগৎ সিং লাহোরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট স্যান্ডার্সকে হত্যা করেন। এরপর ১৯২৯ খ্রীষ্টাব্দের ৮ই এপ্রিল দিল্লীর কেন্দ্রীয় ব্যবস্থাপক সভাগৃহে ভগৎ সিং ও তাঁর সহকর্মী বটুকেশ্বর দত্ত বোমা নিক্ষেপ করেন।
এর ফলে বহু বিপ্লবী ধরা পড়ে গেলেন এবং তাঁদের লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হল। লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব প্রাণদণ্ডে দণ্ডিত হলেন। ভগৎ সিং-এর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হলে (মার্চ ১৯৩১) সমগ্র ভারতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

0 Comments