রাসবিহারী বসু সম্পর্কে কি জান?
• উত্তর : রাসবিহারী বসু ছিলেন ভারতের বৈপ্লবিক আন্দোলনের অন্যতম অগ্রগণ্য নেতা। তিনি প্রথম জীবনে যুগান্তর দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পরে দেরাদুনে কেন্দ্রীয় সরকারের বন গবেষণা সংস্থায় চাকুরী করতেন। উত্তর ভারতে বিপ্লবী তৎপরতার তিনি ছিলেন প্রধান উদ্যোক্তা। ১৯১২ খ্রীষ্টাব্দে বড়লাট লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেন তার সহযোগী বসন্ত বিশ্বাস। এরপর তিনি পলাতক হন এবং পরে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি গদর পার্টির সহযোগে ভারতে সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা নেন। ১৯১৫ খ্রীষ্টাব্দের ২১শে ফ্রেব্রুয়ারী সশস্ত্র অভ্যুত্থানের দিন ধার্য করা হয়। কিন্তু এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। রাসবিহারী বসু প্রধান আসামী বলে চিহ্নিত হন। এরপর তিনি পি. এন. ঠাকুর ছদ্মনামে জাপানে চলে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্ডিয়ান ইনডিপেনডেন্স লীগ গঠন করেন। তাঁরই উদ্যোগে সুভাষচন্দ্র বসু দক্ষিণ-পূর্ব এশিয়ায় আসেন এবং রাসবিহারী বসু তাঁর উপর ভারতের মুক্তির জন্য সশস্ত্র সংগ্রামের দায়িত্ব দেন। ১৯৪৫ খ্রীষ্টাব্দে জাপানে তাঁর মৃত্যু হয়।

0 Comments