Ad Code

মাদাম কামা কি জন্য বিখ্যাত?




Advertisements

 মাদাম কামা কি জন্য বিখ্যাত?

• উত্তর: মাদাম ভিকাজী রুস্তমজী কামা ‘ভারতের বিপ্লববাদের জননী' নামে পরিচিত। তিনি ছিলেন এক পার্শী মহিলা। মাদাম কামা ভারতের বাইরে বিপ্লববাদের একজন মুখ্য সংগঠক ছিলেন। তিনি প্রথমে লণ্ডনে ও পরে প্যারিসে বৈপ্লবিক কার্যকলাপে যুক্ত ছিলেন। তিনি তরুণ সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে 'ফ্রি ইন্ডিয়া সোসাইটি' গঠন করেন। ১৯০৭ খ্রীষ্টাব্দে জার্মানীর স্টুটগার্ট শহরে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। গৈরিক, সাদা ও সবুজ এই তিন রঙের সমন্বয়ে এই পতাকার বিন্যাস করা হয়। পতাকার মধ্যভাগে দেবনাগরী হরফে 'বন্দেমাতরম 'কথাটি লেখা ছিল।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments