বিক্রমাদিত্য ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত!
• উত্তর: গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত (৩৮০-৪১৩ খ্রীঃ)-এর শাসনকালে গুপ্ত সাম্রাজ্য গৌরবের শিখরে উপনীত হয়েছিল। সামরিক প্রতিভা ছাড়া তিনি বিদ্যোৎসাহী, গুণগ্রাহী নরপতিরূপে কালজয়ী জনপ্রিয়তা অর্জন করেছেন। অনেকে মনে করেন কিংবদন্তীর বিক্রমাদিত্য ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত অভিন্ন ব্যক্তি। কিংবদন্তীর বিক্রমাদিত্য ‘শকারি' ছিলেন এবং তার রাজসভায় কালিদাস প্রমুখ নবরত্ন অলঙ্কৃত করেছিলেন। উপরোক্ত দুটি ক্ষেত্রেই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালের তথ্যের সঙ্গে সাদৃশ্য দেখা যায়। এছাড়া, সংস্কৃত সাহিত্যে লিখিত আছে যে বিক্রমাদিত্য দুটি রাজধানী পাটলিপুত্র ও উজ্জয়িনী থেকে রাজ্য শাসন করতেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তও পাটলিপুত্র ও উজ্জয়িনী থেকে সাম্রাজ্য পরিচালনা করতেন।
তবে একটি বিষয়ে কিংবদন্তীর বিক্রমাদিত্য ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যে ঘোরতর অমিল দেখা যায় ৷ কথিত আছে বিক্রমাদিত্য ‘বিক্রম সম্বৎ'নামে একটি অব্দের প্রচলন করেছিলেন। এর গণনা অনুসারে খ্রীষ্টপূর্ব ৫৮ অব্দে বিক্রম সম্বৎ চালু হয়। কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল থেকে ঐ সময়ের ব্যবধান চারশত বৎসরের বেশী। বিক্রমাদিত্য প্রকৃত কে ছিলেন সেই রহস্যের আজও মীমাংসা হয় নি। তবে কিংবদন্তীর বিক্রমাদিত্যের সঙ্গে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাদৃশ্য অনেক বেশী এবং তিনি কৃতিত্বের দিক থেকেও খ্যাতিমান ছিলেন।

0 Comments