Advertisements
বাকাটক রাজ্য।
• উত্তর : মধ্য ভারত ও দাক্ষিণাত্যের উত্তর অংশে বাকটিক রাজ্য গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক কালে বিশেষ প্রভাবশালী রাজনৈতিক শক্তিরূপে আত্মপ্রকাশ করে। বাকাটক রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিন্ধ্যশক্তি, তাঁর পুত্র প্রবর সেন এই বংশের প্রথম শক্তিশালী অধিপতি। প্রবর সেনের মৃত্যুর পর তাঁর পৌত্র প্রথম রুদ্র সেন রাজা হন। এই রুদ্র সেনের পৌত্র দ্বিতীয় রুদ্র সেনের সঙ্গে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাঁর কন্যা প্রভাবতীর বিবাহ দেন। বাকাটক-গুপ্ত মৈত্রী সাম্রাজ্যের মালব অঞ্চলে প্রভাব স্থাপনে সহায়ক হয়। বেশ কিছুকাল বাকাটক শক্তির প্রভাব অক্ষুণ্ণ থাকে। শেষ পর্যন্ত ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে বর্তমান নাসিক ঔরঙ্গাবাদে কলচুরি নামে এক দক্ষিণ ভারতীয় শক্তির উত্থানের ফলে বাকাটক শাসনের পরিসমাপ্তি ঘটে।

0 Comments