Ad Code

রুদ্রদামন (১৩০-১৫০ খ্রী:) টীকা




Advertisements

 রুদ্রদামন (১৩০-১৫০ খ্রী:)

 • উত্তর : শক জাতির আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া। খ্ৰীষ্টীয় দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে তারা আদি বাসভূমি ত্যাগ করে এবং ভারতের উত্তর পশ্চিম সীমান্তে আসে। শকেরা ভারতে প্রবেশ করে বিভিন্ন আঞ্চলিক রাজ্য স্থাপন করে। শক জাতির এক শাখা উজ্জয়িনীতে রাজত্ব করতো। এই শাখার নাম কর্দমক। চস্টন ছিলেন এই বংশের প্রথম শাসক। টলেমি রচিত ভূগোলে চস্টনের নাম উল্লিখিত আছে। চস্টনের পৌত্র রুদ্রদামন ছিলেন কর্দমক বংশের শ্রেষ্ট শাসক। জুনাগড় শিলালিপি থেকে রুদ্রদামনের রাজত্বকাল সম্পর্কে বিস্তৃত তথ্য জানা যায়। রুদ্রদামন কদমক বংশের হৃতগৌরব অনেকাংশে পুনরুদ্ধার করেন এবং মহাক্ষত্রপ উপাধি ধারণ করেন। জুনাগড় শিলালিপি থেকে জানা যায় যে মালব, গুজরাট, মাড়বার, উত্তর কোংকন, সিন্ধু উপত্যকা রুদ্রদামনের কর্তৃত্বাধীন ছিল। রুদ্রদামন শুধুমাত্র একজন কুশলী যোদ্ধাই ছিলেন না, সুশাসক ও বিদ্বান রূপে তাঁর খ্যাতি ছিল। সংস্কৃত সাহিত্যে তাঁর প্রগাঢ় জ্ঞান ছিল। প্রজাহিতৈষী অধিপতি  হিসেবে তিনি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছি

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments