Ad Code

উডের ডেসপ্যাচ কি জন্য বিখ্যাত ?




Advertisements

 উডের ডেসপ্যাচ কি জন্য বিখ্যাত ?

• উত্তর: ১৮৩৫ খ্রীষ্টাব্দে ইংরেজী শিক্ষা প্রবর্তনের স্বপক্ষে সরকারী সিদ্ধান্ত ঘোষিত হয়। এরপর ভারতে ইংরাজী শিক্ষার প্রসারের জন্য ১৮৫৪ খ্রীষ্টাব্দে বোর্ড অব কনট্রোলের সভাপতি চার্লস উড়ের উদ্যোগে এক শিক্ষা বিষয়ক পরিকল্পনা গৃহীত হয়। এই পরিকল্পনা 'উডের ডেসপ্যাচ' বা ‘উডের নির্দেশনামা' নামে পরিচিত। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল শিক্ষার নিম্নতম স্তর থেকে উচ্চতম স্তর পর্যন্ত যোগসূত্র রচনা করা। এই পরিকল্পনায় বলা হল –(১) প্রতিটি প্রদেশে একটি পৃথক শিক্ষাবিভাগ গঠিত হবে এবং প্রতি প্রদেশে একজন করে শিক্ষা অধিকর্তা থাকবেন এবং তাকে পরিদর্শকগণ সাহায্য করবেন। (২) প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ—এই তিন পর্যায়ে শিক্ষাব্যবস্থা বিন্যস্ত হবে। (৩) কলকাতা, বোম্বাই, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। (৪) বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অর্থ সাহায্য করা হবে। উডের এই পরিকল্পনা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ম্যাগনা কার্টা’ বা ‘মহাসনদ' নামে অভিহিত হয়ে থাকে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments