Ad Code

রামমোহন রায়ের শিক্ষাসংস্কার সম্বন্ধে কি জান




Advertisements

 রামমোহন রায় ভারতে কেন ইংরেজী শিক্ষা প্রবর্তন করিতে চাহিয়াছিলেন? 

অথবা, রামমোহন রায়ের শিক্ষাসংস্কার সম্বন্ধে কি জান?

• উত্তর : উনিশ শতকের প্রথমার্ধে বাংলায় যে নবজাগরণের সূত্রপাত হয় তার পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ছিলেন যুক্তিবাদী, আধুনিক ভাবধারার সাহায্যে ভারতের ধর্ম ও সমাজ জীবনে সংস্কার সাধন করতে চেয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর সরকারি ভাবে ইংরেজী শিক্ষা প্রবর্তনের দিকে দৃষ্টি নিবন্ধ হয়নি। এ সময়ে বেসরকারি উদ্যোগেই ইংরেজী শিক্ষা প্রবর্তনের চেষ্টা করা হয়। ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় ইংরেজী শিক্ষার স্বপক্ষে জোরালো জনমত গঠন করতে লাগলেন। রামমোহন বুঝেছিলেন যে দেশবাসীর কুসংস্কার, অন্ধবিশ্বাস ও মানসিক জড়ত্ব দূর করতে পারে শিক্ষার আলোেক। তাই শিক্ষা সংস্কার ও শিক্ষা প্রচারে তাঁর ছিল গভীর আগ্রহ। ১৮১৭ সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তাঁর অবদান ছিল। ১৮২৩ খ্রীষ্টাব্দে বড়লাট লর্ড আমহার্স্টকে তিনি এক পত্রে পাশ্চাত্য শিক্ষায় সরকারি অর্থ ব্যয়ের জন্য আবেদন জানান। এরপর ১৮৩০ খ্রীষ্টাব্দে রামমোহন আলেকজান্ডার ডাফকে 'জেনারেল অ্যাসেম্বলী ইনস্টিটিউশন' প্রতিষ্ঠায় সাহায্য করেন। রামমোহন ব্যক্তিগতভাবে “অ্যাংলো হিন্দু কলেজ" স্থাপন করেন। 

রামমোহন রায় ইংরেজী শিক্ষা প্রবর্তনের জন্য যে নিরলস প্রচেষ্টা চালান তা পরিশেষে জয়যুক্ত হয়। ১৮৩৫ খ্রীষ্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের পরিষদের আইন সদস্য লর্ড মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের নীতি ঘোষণা করেন। রামমোহনের ঐতিহ্য অনুসরণ করে ‘নব্যবঙ্গ' গোষ্ঠী ইংরেজী শিক্ষার স্বপক্ষে আন্দোলন গড়ে তোলেন।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments