Advertisements
ইঙ্গ-ফরাসী সংঘর্ষের ফলাফল।
• উত্তর : প্রায় দুই দশক ধরে কর্ণাটকে ইঙ্গ-ফরাসী সংঘর্ষ সংঘটিত হয়। ১৭৬০ খ্রীষ্টাব্দে বন্দীবাসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসীরা চূড়ান্তভাবে পরাজিত হয়। এর ফলে ভারতে ফরাসী রাজনৈতিক আধিপত্য স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এরপর ১৭৬৩ খ্রীষ্টাব্দে প্যারিসের সন্ধি অনুসারে ফরা ভারতে কারিকল, মাহে ও পণ্ডিচেরী এই তিনটি বাণিজ্য কেন্দ্র ফিরে পেল। তবে বাণিজ্যিক সংগঠন রূপে ফরাসী কোম্পানীর অস্তিত্ব অব্যাহত থাকলেও ভারতে রাজনৈতিক শক্তিরূপে ফরাসী কোম্পানীর আশা ধূলিসাৎ হয়ে গেল।
0 Comments