Advertisements
মোমেরিউলাসের রক্তজালকের রক্তচাপ অন্যান্য স্থানের রক্তজালকের রক্তচাপ অপেক্ষা বেশী কেন?
Ans:
গ্লোমেরিউলাস ব্যাওমান ক্যাপসুলের অভ্যন্তরে অবস্থিত এক প্রকারের রক্তজালকগুচ্ছ বিশেষ। এই রক্তজালকে রক্ত প্রবেশ করে অ্যাফারেন্ট ধমনিকা দিয়ে বা ক্ষুদ্র এবং প্রশস্ত। অপরপক্ষে, এই রক্তজালক থেকে রক্ত নির্গত হয় ইফারেন্ট ধর্মনিকা দিয়ে, যা দীর্ঘ এবং সরু। ফলে যে পরিমাণ রক্ত যে বেগে রক্তজানকে প্রবেশ করে সেই পরিমাণ রক্ত সেই বেগে বেরিয়ে আসতে পারে না, ফলে মোমেরিউলাসে অন্যান্য জালক অপেক্ষা রক্তচাপ বেশী।

0 Comments