Advertisements
রেচন বর্জন ও ক্ষরণের মৌলিক পার্থক্য কি?
জীবদেহে বিপাকীয় কার্যের ফলে উৎপন্ন অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থগুলিকে দেহ থেকে অপসারণ করার পদ্ধতিকে বেচন বলে। জীবদেহের অবিপাকজনিত দূষিত পদার্থ (যেমন মল) দেহ থেকে নির্গত হওয়াকে বর্জন বলে। জীবদেহের বিপাকের ফলে উৎপন্ন প্রয়োজনীয় বস্তুর (যেমন— হরমোন, উৎসেচক) নিঃসরণ পদ্ধতিকে ক্ষরণ বলে।

0 Comments