Advertisements
ঘামক একাধারে ক্ষরণ ও রেচন পদার্থ বলার কারণ কী?
Ans:
ঘাম ঘর্মগ্রন্থি থেকে নিঃসৃত পদার্থ, যা প্রধানত জ্বল, খনিজ লবণ এবং ইউরিয়া সহযোগে গঠিত। জল ক্ষতিকর পদার্থ নয়, উপরন্তু জলের বাষ্পীভবন হয়ে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। তাই যামকে ক্ষরিত পদার্থ বলে। অপরপক্ষে, বিপাকজাত দূষিত পদার্থ ইউরিয়া ঘামের মাধ্যমে দেহ থেকে রেচিত হয়, তাই ঘামকে রেচন পদার্থ বলে। সুতরাং খামকে একাধারে ক্ষরণ ও রেচন বলে।

0 Comments