বিধবা বিবাহ আইন (১৮৫৬) কাহাকে বলে?
উত্তর : ঊনবিংশ শতকের সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান দিকটি হল নারীজাতির কল্যাণ বিধান, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা। এই ক্ষেত্রে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেন। তিনি হিন্দু বিধবাদের অসহনীয় অবস্থা ও সামাজিক নির্যাতন দূর করার জন্য প্রাচীন হিন্দু শাস্ত্র উদ্ধৃত করে বিধবা বিবাহের স্বপক্ষে প্রবল জনমত গঠন করেন। ১৮৫৫ খ্রীষ্টাব্দে প্রায় ১০০০ ব্যক্তির সই সংগ্রহ করে সরকারের কাছে অবিলম্বে ‘বিধবা বিবাহ আইন সম্মত করার আবেদন জানান। শেষ পর্যন্ত সমস্ত বাধা প্রতিহত করতে সক্ষম হন এবং ১৮৫৬ খ্রীষ্টাব্দে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসী বিদ্যাসাগরকে সমর্থন করে হিন্দু বিধবা-বিবাহ আইন। প্রণয়ন করেন, কিন্তু ঐ আইনে স্বাক্ষর করে তা বিধিবদ্ধ করেন পরবর্তী গভর্নর জেনারেল লর্ড ক্যানিং (২৬শে জুলাই ১৮৫৬)। ঈশ্বরচন্দ্র তাঁর পুত্র নারায়ণের সঙ্গে ভবসুন্দরী নামে এক বিধবার বিবাহের আয়োজন করেন।

0 Comments