চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ (১৭৯৯ খ্রীঃ)।
• উত্তর : দক্ষিণ ভারতে মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান ছিলেন স্বাধীনচেতা। টিপু সুলতান ইংরেজদের অধীনতা মেনে নিতে আদৌ প্রস্তুত ছিলেন না। পক্ষান্তরে তিনি ফরাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন। টিপুর মনোভাব ও কার্যকলাপ ঘোর সাম্রাজ্যবাদী লর্ড ওয়েলেস্লীর পক্ষে অস্বস্তিমূলক মনে হল। তিনি প্রথমে টিপু সুলতানকে ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেবার প্রস্তাব দেন। কিন্তু টিপু ঘৃণাভরে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এর ফলে ওয়েলেস্লী যুদ্ধ ঘোষণা করলেন। এই যুদ্ধ চতুর্থ বা শেষ ইঙ্গ-মহীশূর যুদ্ধ নামে পরিচিত। টিপু বীরের মত যুদ্ধ করে মৃত্যু বরণ করলেন। এইভাবে হায়দার আলির সুযোগ্য
নেতৃত্বে প্রতিষ্ঠিত স্বাধীন মহীশূর রাজ্যের অস্তিত্ব বিলুপ্ত হল। ইংরেজরা দক্ষিণ ভারতে তাদের প্রধান প্রতিপক্ষকে নির্মূল করল এবং মহীশূর রাজ্য ইংরেজ, নিজাম ও মহীশূরের প্রাচীন হিন্দু রাজবংশের মধ্যে ভাগ-বাটোয়ারা করা হল।

0 Comments