Advertisements
'হিদাসিসের যুদ্ধ কি জন্য বিখ্যাত?
• উত্তর : আলেকজান্ডার ভারত আক্রমণ করলে যে সব ভারতীয় রাজা তার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার মধ্যে ঝিলাম (গ্রীকনাম: হিদাপ্সিস) ও চন্দ্রভাগা (চিনাব) নদীর মধ্যবর্তী পৌরব রাজ্যের অধিপতি পুরু ছিলেন অন্যতম। স্বাধীনচেতা পুরু কোনমতেই আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করতে রাজী ছিলেন না। এইজন্য পুরুর সঙ্গে গ্রীকবাহিনীর সংঘর্ষ শুরু হয়। ঝিলাম নদীর তীরে এই যুদ্ধ ‘হিদাসিসের যুদ্ধ'নামে পরিচিত। যুদ্ধে পরাজিত হলেও আলেকজান্ডার পুরুর বীরত্ব ও স্বাধীন মনোভাবে মুগ্ধ হয়ে তাঁর রাজ্য প্রত্যর্পণ করেন।

0 Comments