গদর পার্টির কার্যকলাপ।
• উত্তর : ভারতের বাইরে বিপ্লববাদের প্রসারে গদর পার্টির একটি বিশিষ্ট ভূমিকা আছে। আমেরিকায় প্রবাসী ভারতীয়রা গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। এই সংস্থার অন্যতম প্রধান নেতা ছিলেন পাঞ্জাবের বিখ্যাত লালা হরদয়াল। এই সংগঠনের অধিকাংশ সদস্য ছিলেন শিখ সম্প্রদায়ভুক্ত। আমেরিকায় পাঞ্জাবী বিপ্লবীরা প্রথমে ‘গদর’ নামে এক সংবাদপত্র প্রকাশ করেন। পত্রিকাটি নানা ভাষায় প্রকাশিত হত। এই পত্রিকার একটি সংখ্যায় বিজ্ঞাপনের আকারে লেখা হয়—“ভারতে বিপ্লব করার জন্য সাহসী সৈনিক চাই, বেতন হার— মৃত্যু, মূল্য— শহিদের মর্যাদা, বার্ধক্য ভাতা—স্বাধীনতা যুদ্ধক্ষেত্রের স্থান ভারতবর্ষ।” এই পত্রিকার নাম অনুসারে তাঁদের বৈপ্লবিক সংস্থা 'গদর পার্টি'রূপে পরিগণিত হয়। ‘গদর’ শব্দের অর্থ 'বিপ্লব'। এই দলের প্রধান উদ্দেশ্য ছিল একটি স্বাধীন ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। গদর দলের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় সৈনিকদের মধ্যে বিপ্লবের আদর্শ ও কর্ম কৌশল প্রচার করে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান সংগঠিত করা। কিন্তু এই পরিকল্পনা ফলপ্রসূ হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হবার পর ১৯১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের স্বপক্ষে বিশ্বযুদ্ধে যোগদান করে এবং এরপর আমেরিকায় গদর পার্টির ব্রিটিশ বিরোধী কার্যকলাপের উপর চাপ সৃষ্টি হয়। লালা হরদয়াল তার অনুগামীদের নিয়ে আমেরিকা ত্যাগ করে জার্মানীতে চলে আসেন।
0 Comments